নিজেকে সঁপে দেয়া

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩

নিজেকে সঁপে দেয়া
নিউজটি শেয়ার করুন

 

চিন্তারা অধিক তোমার অনুগামী।
দুঃখের অন্তরায় সুখের সমান্তরালে
হাঁটবে বলে তোমার অতল ছুঁয়ে।

 

 

শীতল অঙ্গগুলো উষ্ণ হবে ঘটাবে বিক্রিয়া।

 

 

হাঁসিতে পাগল হয়ে হাতে বসবে উড়ে এসে নীল ঘুঘু।
দিবে অবিকল খুব করে চাওয়া জিনিসটাকে,
না পাওয়ার আশা নিয়ে পাওয়ার সুখ।

 

তোমার চুলের গন্ধে পথ হারাবে মধুর খুঁজে আসা মৌমাছিরাও।
অবধারিত কিছু ভুলে যাবে তার প্রতিশ্রুতি তোমাকে কাছে পাবার আসে।
তুমি বাতাসে মিশে থেকো প্রেমিকের আশেপাশে।

 

 

স্বপ্ন লক্ষ্য হবে তোমার ভাবনায় ঢুকে বিমোহিত করা প্রেমিকের চারপাশ।
প্রত্যয় দিয়ে হয় না তো কভু ভালোবাসার অবকাশ।
জেনে নাও তুমি তোমার প্রেমিকের সর্বোচ্চ চাওয়া।

 

 

 

স্বপ্নের ভাজে ভাজে শুধু তোমার বিচরণ,
বলা চলে তুমি তোমার প্রেমিকের স্বপ্নের একক এক নিদর্শন।
তোমাকে ছাড়া বইবে না স্বপ্নে সুখের বাতাস।
করো না যাকে চাও মন থেকে, তাকে কখনো হতাশ।

 

 

 

তোমায় নিয়ে জ্যোৎস্না দেখা,ভোরের ভৈরবী শুনা,
ক্লান্ত হয়ে ঘরে ফেরা, নীরব রাস্তায় একসাথে হাঁটার অনুভুতি অনুভব করতে চাই।
আমি আমাকে তোমাকে সঁপে দিতে চাই।

 

অনুধাবন আহমেদ


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ