ঢাকা ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক : গাছে উঠে নারিকেল সংকটের ওপর ভাষণ দিয়েছেন শ্রীলংকার নারিকেল বিষয়ক মন্ত্রী অরুনদিকা ফার্নান্দো। দেশটির সংবাদমাধ্যম নিউজ ফার্স্ট শুক্রবার এ তথ্য জানিয়েছে।
গাছে ওঠার পর মন্ত্রী জানিয়েছেন, স্থানীয় শিল্প ও গৃহস্থালি চাহিদার কারণে শ্রীলংকায় এখন ৭০ কোটি নারিকেলের সঙ্কট আছে।
তিনি বলেন, ‘আমরা আশা করছি প্রত্যেকটি খালি জায়গায় নারিকেলের চাষ করা হবে এবং এই শিল্পটি দেশকে বৈদেশিক মুদ্রা দেওয়ায় একে শক্তিশালী করতে হবে।
নারিকেলের দাম প্রসঙ্গে তিনি জানান, নারিকেলের সঙ্কট থাকা সত্ত্বেও সরকার দাম কমানোর উদ্যোগ নিয়েছে
নিউজ ফার্স্ট জানিয়েছে, বক্তব্য শেষে মন্ত্রীকে নারিকেল গাছ থেকে নামাতে বেশ বেগ পেতে হয়েছে সমর্থকদের। পরে তাকে এক অদ্ভূতদর্শন যন্ত্রের মাধ্যমে গাছ থেকে নামিয়ে আনা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক