ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২
পিরোজপুরের নাজিরপুরে মায়ের পিঠে চাপা পড়ে তাবিহা খানম নামের ২ মাসের একটি শিশু কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু হয়। শিশুটি উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আবির শিকদারের মেয়ে।
শিশুটির মা আঁখি বেগম (২৪) জানান, শিশুটির পিতা কাজের জন্য বাড়ি না থাকায় তিনি পিতা আক্রাম খানের বাড়িতে থাকেন। ওই দিন সকালে তার পিতা (নানা) ঘরে ঢুকে শিশুটির মাকে ডাকলে তিনি ঘুম থেকে জেগে শিশুটিকে অচেতন অবস্থায় দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা জানান, শিশুটিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, শিশুটির ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক