নাজিরপুরে বিষ দিয়ে মাছ শিকার করায় জেলের জরিমানা

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

নাজিরপুরে বিষ দিয়ে মাছ শিকার করায় জেলের জরিমানা
নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে আব্দুস সালাম খান (৪৫) নামে এক জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (১১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ এ জরিমানা করেন।

 

অর্থদণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম খানের বাড়ি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামে।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল বলেন, উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ডুমুরিয়া এলাকার মথুরাবাদ খালে মাছ ধরার জন্য শনিবার (১০ অক্টোবর) রাতে বিষ দিয়ে অবৈধ বাঁধা জাল পাতেন আব্দুস সালাম। এতে ওই খালে থাকা ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। স্থানীয়রা বিষয়টি দেখে আমাকে জানান। আমি ভোরে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাই। পরে পুলিশের সহায়তায় ওই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ জানান, ওই জেলে বেশি মাছ পাওয়ার আশায় ওই খালে বিষ দিয়েছিলেন। এ অপরাধে তাকে জরিমানা করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ