ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৩
পিরোজপুরের নাজিরপুরে গৃহবধূকে (৩২) ধর্ষণের চেষ্টায় উত্তম হালদার (৩৬) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা।
সোমবার (১২ জুন) বিকেলে ওই যুবকের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আটক উত্তম হালদার উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলাবুনিয়া গ্রামের নিরেন হালদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ওই যুবক গত রোববার বিকেলে ওই গৃহবধূর ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে পালিয়ে থাকে। পরে গভীর রাতে ওই গৃহবধুকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবককে আটক করে থানা পুলিশে খবর দেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় ওই যুবকের নামে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক