ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান জোমাদ্দার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার মাটিভাঙা আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। মিজান উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামের আবদুল কাদের জোমাদ্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে আবাসনে ঘরের পেছনে একটি গাছের ডাল কাটতে ওঠেন মিজান। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে লাশ উদ্ধার করে।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, গাছের পাশেই বিদ্যুতের তার ছিল। ডাল কাটার সময় মিজান তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। মৃতদেহটি গাছ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা নামিয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক