নওগাঁ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ আব্দুর রহমান

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২২

নওগাঁ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ আব্দুর রহমান
নিউজটি শেয়ার করুন

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধিঃ শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান,কারিগরি) নির্বাচিত হয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।

 

প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষার্থী ও সহকর্মীদের উপর প্রভাব ও সহযোগিতা, চারিত্রিক দৃঢ়তা, সততা ও সুনাম, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃংখলা, অনলাইনের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, পাঠ্যপুস্তক প্রণয়ন, পেশাগত গবেশনামুলক সৃজনশীল প্রকাশনা, আইসিটি বিষয়ে দক্ষতা, সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস, সৃজনশীল উদ্যোগ, মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি পালনসহ বিভিন্ন ক্যাটাগেরিতে যাচাই-বাছাই শেষে তাঁকে কলেজ পর্যায়ে (কারিগরি) জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান) নির্বাচিত করেন।

 

তার এ সাফল্যের জন্য কলেজ পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাক, ছাত্র-ছাত্রী, শুভাকাঙ্খীরা কৃতজ্ঞা ও অভিনন্দন জানিয়েছেন।

 

প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে অত্যান্ত সুনাম, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কলেজ প্রতিষ্ঠার পর থেকে কলেজে শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে তাঁর প্রচেষ্টার কারণে। এ এলাকায় তিনি সর্ব প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করেন।

 

কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের বলিষ্ঠ ভূমিকা রাখছেন নওগাঁ আত্রাই এর কৃতি সন্তান অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।

 

বর্তমানে এই প্রতিষ্ঠানে সুন্দর ও মনোরম পরিবেশে চলছে বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান, ছাত্রছাত্রীদের হাজিরা নেয়া হয় ফিঙ্গার প্রিন্ট ডিভাইসের মাধ্যমে, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্লাশরুম ও কলেজ ক্যাম্পাস, শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব,উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল দ্বারা সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা, মাল্টিমিডিয়া ক্লাসরুম,কারিগরি শিক্ষা বোর্ড এবং কলেজের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার, সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাটি উত্তরবঙ্গের একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখন শুধু এই প্রতিষ্ঠানটির পরিচিতি নওগাঁ জেলায় নয় পরিচিতি রয়েছে উত্তরবঙ্গে এবং রাজধানী ঢাকাতেও।

 

২০১৬ সালে প্রতিষ্ঠানটি নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রোজেক্টের মাধ্যমে নওগাঁর জেলা প্রশাশন কর্তৃক পুরষ্কৃত হয়। এবার জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসাবে নির্বাচিত হয়। কলেজের ডিজটাল কর্মসূচি নিয়ে যমুনা টেলিভিশনের সকালের বাংলাদেশ অনুষ্ঠানে এ্যাজ লাইভ প্রতিবেদন প্রচারিত হয়। এছাড়া নিউজ ২৪ এ কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য অনুষ্ঠান প্রচারিত হয়।

 

তাঁর এ সফলতায় নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এবং অত্র কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন।

 

অনুভূতি জানতে চাইলে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী বলেন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় ভালো লেগেছে। তবে এটি ধরে রাখা অত্যান্ত কঠিন কাজ। এ স্বীকৃতি শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালনে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। যা শিক্ষার প্রসারকে আরও যুগোপযোগী করার ক্ষেত্রে আরও অনুপ্রেরণা জোগাবে।

 

তিনি আরও জানান,কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার না দিলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। কর্মমুখী শিক্ষা আত্মকর্মসংস্থানের নানা সুযোগ সৃষ্টি করে। কর্মমুখী শিক্ষায় দক্ষ জনশক্তিকে আমরা বিদেশে পাঠিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। গুনগত কারিগরি বিস্তার করে দেশের সেবা কারার জন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন আব্দুর রহমান রিজভী।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ