ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
বরিশাল : ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ফুঁসে উঠেছে রাজধানীসহ সারা দেশ। দেশকে এই জঘন্য অপরাধ ও অপরাধী থেকে মুক্ত করতে দুর্বৃত্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে বরিশাল নগরীতে সাধারন শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচী পালন করে ।
শনিবার (১০ অক্টোবর ) নগরীর সদর রোডে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীরা জানান, সম্প্রতি দেশে মারাত্মক সামাজিক অবক্ষয়ের রূপ নিয়েছে ধর্ষণ-নিপীড়ন। দলীয় বিবেচনায় অভিযুক্তদের রেহাই দেয়া, আইনের শাসনের অভাব এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান না থাকায় বর্তমানে যেকোনো সময়ের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছ ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা। তাই অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে আন্দোলনকারীরা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক