ধর্ম প্রচারক শায়খ আহমাদকে কারাদণ্ড দিয়েছে সৌদি

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

শায়খ আহমাদ ইউসুফ আল-আহমাদ সৌদি আরবের বিখ্যাত ইসলামিক স্কলার ও ধর্ম প্রচারক। দেশটির কারাবন্দীদের সঙ্গে সাক্ষাত ও বইমেলায় অংশগ্রহণের অপরাধে ৪ বছর কারাদণ্ডে দণ্ডিত করে দেশটি। মানবাধিকার সংগঠনের বরাতে এ খবর নিশ্চিত করেছে মিডল ইস্ট আই।

 

গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৭ সালে শায়খ ইউসুফ আল-আহমাদকে গ্রেফতার করা হয়। তাকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ড ছাড়াও বিদেশ ভ্রমণেও চার বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

প্রিজনার্স অব কনসায়েন্স নামে এক মানবাধিকার সংগঠন জানিয়েছে, ইউসুফ আল-আহমাদের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি একটি বইমেলায় গিয়েছিলেন এবং কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করেছেন। এই সংগঠনটি সৌদি কারাবন্দিদের ভাগ্যে কি ঘটে তা নিয়ে কাজ করে।

 

উল্লেখ্য, শায়খ ইউসুফ আল-আহমাদ দেশটিতে কোনো অভিযোগ ও বিনা বিচারে জেল-জুলুমের ব্যাপারে প্রতিবাদী ছিলেন। যার ফলে ২০১১ সালে তিনি একবার গ্রেফতার হয়েছিলেন। ২০১২ সালের নভেম্বরে তৎকালীন বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ কর্তৃক ক্ষমা লাভে তিনি জেল থেকে ছাড়া পান।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ