ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২
জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় রাতের আঁধারে বিছানায় স্বামী মারুফ মোল্যা (৩২) কে কুপিয়ে গুরুতর আহত করেছে তার প্রথম স্ত্রী সিমা বেগম (২৪) মারুফ মোল্যা (৩২) উপজেলার ছাগলছেড়া গ্রামের ইয়াসিন মোল্যার ছেলে।
রোববার (১৩ মার্চ) রাতে ঘুমের ঘরে সিমা বেগম তার স্বামীর গোপনাঙ্গে আঘাত করলে সে অচেতন হয়ে পড়ে পরে তাকে কাঁচি দিয়ে এলোপাথারি কুপিয়ে যখম করে সেখানেই দাঁড়িয়ে ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মারুফ মোল্যা ও সিমা দম্পতির ঘরে ৬ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে কিন্তু মারুফ স্ত্রী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করায় সিমা বেগম মারুফ কে কুপিয়েছে। মারুফ মোল্যা বর্তমানে ফরিদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক সিমা বেগম কে আটক করা হয়েছে, তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক