দেশে কোথায় দুর্ভিক্ষ প্রশ্ন তথ্যমন্ত্রীর

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২

দেশে কোথায় দুর্ভিক্ষ প্রশ্ন তথ্যমন্ত্রীর
নিউজটি শেয়ার করুন

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল সাহেবরা যে কথাগুলো বলছেন, আজকে বাংলাদেশে কোন মানুষ না খেয়ে থাকে না।

 

তিনি বলেছেন দেশে নাকি নীরব দুর্ভিক্ষ চলছে। তিনি কোথায় পেলেন এটি, কোথায় অনুসন্ধান করে পেলেন সেই প্রশ্ন আমার। বাংলাদেশে আজকে কোনও মানুষ না খেয়ে থাকে না। দেশের মানুষ আগের তুলনায় ভাল আছে।

 

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যখন ছিলেন, তখন সারের দাবিতে মানুষ যখন বিক্ষোভ করেছে বিক্ষোভের ওপর গুলিবর্ষণ করা হয়েছে।

 

সোমবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তথ্যমন্ত্রী বলেন, আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা কয়েকদিন ধরে খুব দ্রব্যমূল্য নিয়ে কথা বলছে। দ্রব্যমূল্য করোনার কারণে এবং সাম্প্রতিক যুদ্ধের কারণে বৃদ্ধি পেয়েছে। সমগ্র পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশেও কিছু কিছু পণ্যের দাম যে বৃদ্ধি পাইনি তা কিন্তু নয়। কিন্তু সরকার সেই পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কাজ করছে।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। গত তের বছরে সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের মাথাপিছু আয় ছিল, ২০০৮ সালে আমরা যখন সরকার গঠন করি ৬০০ ডলার। আজকে আমাদের মাথাপিছু আয় ২৬০০ ডলার। অর্থাৎ প্রায় সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

 

বিষয়টি ব্যখ্যা করে তিনি বলেন, আগে একজন শ্রমিক সারাদিন কাজ করলে সাড়ে তিন কেজি চাল কিনতে পারত। আর এখন একজন শ্রমিক সারাদিন একই কাজ করে ১২ থেকে ২৯ কেজি চাল কিনতে পারে। আগে যা পারত তার চেয়ে তিনগুণ বেশি চাল কিনতে পারে, মোটা চাল। সেই হিসেবে মানুষের মাথাপিছু আয় সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশের অগ্রগতি হয়েছে, নারীর অগ্রগতি হয়েছে, এই অগ্রগতি আরও হতে পারত, নারীরা আরও এগিয়ে যেতে পারতো যদি অন্যান্য সরকারগুলো নারীর অধিকারের ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখত।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ