দেশে করোনায় এ বছর ১২৩ চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

দেশে করোনায় এ বছর ১২৩ চিকিৎসকের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৮৭ জন চিকিৎসক। এছাড়া নার্স ও স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাসেবা সংশ্লিষ্ট মোট আট হাজার ১৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

বুধবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ সংগঠনের হিসাব মতে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এরপরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অবস্থান।

 

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্রে জানা যায়, দেশে সর্বপ্রথম ১৪ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢাকার একটি হাসপাতালে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এবং সর্বশেষ ২৮ ডিসেম্বর (সোমবার) সিলেটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সাবেক প্রভাষক ও‌ বিসিএস স্বাস্থ্য ৩৩ তম ব্যাচের কর্মকর্তা ডা. শেখ সায়েম করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

 

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, চলতি বছর করোনায় ১২৩ জন চিকৎসকের মৃত্যু স্বাস্থ্যখাতের অপূরণীয় ক্ষতি হয়েছে। এদের বেশির ভাগ প্রবীণ ও বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তবে সরকার করোনা ভাইরাস মোকাবিলায় চলতি বছরে আট হাজার চিকিৎসক নার্স নিয়োগ হয়েছে। আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ হবে। এটি স্বাস্থ্য খাতে সফলতা বলা যেতে পারে। একসঙ্গে এতগুলো নিয়োগ আগে কখনো হয়নি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ