ঢাকা ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
সারাদেশের সিনেমা হলগুলোতে ১৬ অক্টোবর থেকে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। আজ (১৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে।
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি জানা গেছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে সিনেমা হল আবারও চালুর অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
সম্প্রতি চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক