দেশের মানুষ আরাম-আয়েশে দিনযাপন করছে : মেয়র লিটন

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

দেশের মানুষ আরাম-আয়েশে দিনযাপন করছে : মেয়র লিটন
নিউজটি শেয়ার করুন

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপি ২০১৪-১৫ সালে মানুষ পুড়িয়ে, আগুন জ্বালিয়ে দেশকে অস্থিতিশীল করেছিল। তারা আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিএনপি যতই পাঁয়তারা করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও নির্বাচনে যাব এবং আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচনে না আসলে আমাদের কোনো যায় আসে না। জনগণ নির্বাচনে রায় দেবে।

 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ জিলা স্কুল মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

 

খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি নির্বাচন কমিশন নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। আইনের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়। সার্চ কমিটির নিকট অন্যান্য রাজনৈতিক দল নাম জমা দিলেও বিএনপি নাম জমা দেয়নি। কিন্তু ডা. জাফরুল্লাহ সার্চ কমিটির নিকট নাম জমা দিয়েছেন। ডা. জাফরুল্লাহ কি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা না করেই নাম জমা দিয়েছেন?

 

তিনি বলেন, স্বাধীনতার পর আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত করেছিলেন। বর্তমান সরকারের অভূতপূর্ব অগ্রযাত্রার কারণে সেই হেনরি কিসিঞ্জার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ফলে ফাওয়ের পক্ষ থেকে পুরস্কৃত করেছেন।

 

লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে এখন বাংলাদেশের মানুষ চরম আরাম-আয়েশে দিনযাপন করছে। আজ থেকে ১৫ বছর আগেও এ দেশের মানুষ একবেলা পেট ভরে ভাত খেতে পারত না। এক সময় সারের জন্য এদেশের মানুষকে প্রাণ দিতে হলেও বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ অব্যহত রেখেছে। এরই ফলশ্রুতিতেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে। এই অর্জনের কৃতিত্ব বর্তমান সরকারের।

 

সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসেবা বিষয় সম্পাদক ড. রোকেয়া সুলতানা, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৫ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল প্রমুখ।

 

পরে দ্বিতীয় অধিবেশনে মাহবুবুল হক কমলকে সভাপতি ও রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ