ঢাকা ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : সাবেক মন্ত্রী পরিষদ সচিব প্রয়াত এম কেরামত আলীর ২১তম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়েছে।
৪ জুন (বুধবার) দুমকী উপজেলা পরিষদ হলরুমে দুমকী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের উপাধ্যক্ষ আব্দুল লতিফ হাওলাদার, দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, দক্ষিণবঙ্গ কৃষি ও কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন,আহম্মেদ হারুন কারিগরি কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সরকারি জনতা কলেজের সাবেক সহকারী অধ্যাপক এবিএম আসাদুজ্জামান, হাবিবুর রহমান, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ দুমকীর আহবায়ক মুন্না জহির, মুরাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি তারিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুমকী নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, দুমকী বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ. জব্বার হাওলাদার, এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র লস্কর, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে এম কেরামত আলী স্মরণে দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক