ঢাকা ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২২
পটুয়াখালীর দুমকিতে গৃহবধূর ব্যাগ ছিনতাই মামলায় যুবলীগ নেতা মতিউর রহমান লিটনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
বুধবার (৮ জুন) সকালে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জামিনের আবেদন করেন মতিউর রহমান লিটন। আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেন।
লিটন পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন লেবুখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের আঠারগাছিয়া এলাকার নেছার শিকদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আঠারগাছিয়া গ্রামের মো. শাখাওয়াত হোসেনের স্ত্রী বাদী রুবিনাদের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে প্রায়ই রুবিনাকে আজেবাজে কথা বলে উত্ত্যক্ত করতেন মতিউর রহমান লিটন। চলতি বছরের ২৩ এপ্রিল রুবিনা একটি সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি ফেরার পথে মতিউর রহমান লিটন তার পথরোধ করে টানা-হেঁচরা, স্পর্শকাতর যায়গায় হাতাহাতি শুরু করে। নিরুপায় হয়ে বাদী ডাক চিৎকার দিলে পথচারী লোকজন ছুটে আসতে দেখে আসামি লিটন রুবিনার গলায় থাকা ১ ভরি ওজনের চেইন ও ভ্যানিটিব্যাগে থাকা ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় রুবিনা স্থানীয়ভাবে বিচার না পেয়ে পটুয়াখালীর আদালতে একটি মামলা দায়ের করেন। বুধবার মামলার ধার্য তারিখে লিটন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক