ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী দুমকি উপজেলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৭ জুন ২০২২ ইং রোজ শুক্রবার বাদ আছর দুমকি পিরতলা বাজার জামে মসজিদ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া-মিলাদের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ – সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপুর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম – আহবায়ক মোঃ আহসান ফারুক, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ, উপজেলা কৃষক দলের সভাপতি সৈয়দ আতিকুর ইসলাম সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক