ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২২
মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি ফেরি রুটে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামের দুই ফেরির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঝালকাঠি জেলার পিকআপভ্যানের ড্রাইভার মো. খোকন নামের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফেরির চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত থেকেই পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ছিল। এই স্রোতের মধ্য দিয়ে ফেরি চালাচাল করছিল। ভোর রাতের দিকে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল এই দুই ফেরির নিয়ন্ত্রণ রাখতে পারেনি। বেগম রোকেয়া ও সুফিয়া কামালের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড বেগে এ সংঘর্ষে দুইটি ফেরির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ফেরিতে থাকা একজন গাড়িচালক আহত হন। আরেকজন চালক নদীতে পড়ে যান। সংঘর্ষের পর দুই ফেরির নিজ গন্তব্যে পৌঁছে ফেরি থেকে যানবাহন ও যাত্রী নামান।
বেগম রোকেয়া ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস বলেন, নদীতে অনেক স্রোত ছিল। জাজিরা পয়েন্টের কাছাকাছি মোড়ে এলে স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি সুফিয়া কামালের সঙ্গে আমার ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমার ফেরিতে থাকা ৮ থেকে ১০টি গাড়ির ক্ষতি হয় এবং একজন ট্রাক চালক নিহত ও নদীতে পড়ে একজন নিখোঁজ রয়েছেন।
বিআইডব্লিউটিসি’র মেরিন ইঞ্জিনিয়ার আহমেদ আলী জানান, প্রতিদিনের মতো যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিল। অপরদিকে অন্য একটি ফেরি মাঝিকান্দির ঘাট থেকে শিমুলিয়া যাচ্ছিল। তখন পদ্মা নদীর টার্নিং পয়েন্টে এলে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক