দুই দিনের অবরোধে ১১ বাসে আগুন

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

দুই দিনের অবরোধে ১১ বাসে আগুন
নিউজটি শেয়ার করুন

 

চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দুই দিনের অবরোধে ১১টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন থেকে রক্ষা পায়নি ট্রাক, নসিমনও।

 

 

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

 

 

তিনি জানান, রোববার (১২ নভেম্বর) থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা সিটিতে ৮টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) ৩টি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর) ১টি, রংপুর বিভাগে (দিনাজপুর) ১টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১টি বাস, ২টি নসিমন ও ১টি ট্রাক পুড়ে যায়।

 

 

 

এছাড়া ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ