ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৬ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
দিনাজপুরের পার্বতীপুরে ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে্ন। শনিবার রাতে ওই উপজেলার পলাশবাড়ী ইউপির ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্বপন, স্বপনের স্ত্রী সারজানা ও তাদের দুই ছেলে হোসাইন ও হাসিবুর। স্বপন পেশায় একজন ভ্যানচালক।
ঝাউপাড়া গ্রামের বাসিন্দা মনজুরুল ইসলাম মনজু জানান, রোববার সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় স্বপন, স্ত্রী সারজান ও দুই শিশুপুত্র নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তারা একই বিছানায় শুয়ে ছিলেন। শনিবার দিনরাত মুষলধারে বৃষ্টি হয়। এতে উপজেলার অনেক মাটির ঘরের দেয়াল ধসে পড়ে।
পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক