ঢাকা ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক জানিয়ে দেন নবজাতক মৃত। এরপর তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় কবরস্থানে। দাফনের মাত্র কয়েক মিনিট আগে নড়েচড়ে উঠে শিশুটি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঘটেছে এ ঘটনা।
নবজাতকের বাবা ইয়াসিন গণমাধ্যমকে জানান, নবজাতক জন্ম নেওয়ার পর গাইনি ওয়ার্ডের লোকজন তাকে হ্যান্ড স্যানিটাইজারের একটি কার্টনে ভরে দেয়, বলে মৃত নবজাতক হয়েছে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কালশী কবরস্থানে দাফন করার জন্য। কিন্তু হঠাৎ করে কার্টনের ভেতর নড়ে ওঠে। তখন কার্টন খুলে দেখা যায় নবজাতক জীবিত আছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, নবজাতক এখন সুস্থ আছে। তবে কেন তাকে মৃত বলে দেওয়া হলো, এ বিষয়ে খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক