ঢাকা ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনায় নবম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রী (১৫) অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ভাড়াটে মোটরসাইকেল চালক তারেক আলাউদ্দিনকে (২৩) উদ্ধার করা হয়েছে অপহৃতা স্কুলছাত্রীকে।
বুধবার রাতে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মীর মর্দন এলাকার মনির হোসেনের বাড়ি থেকে তারেক আলাউদ্দিনকে গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তারেক আলাউদ্দিন একই এলাকার আব্দুর রাজ্জাক মৃধার ছেলে।
পুলিশ জানায়, গেলো ১৭ সেপ্টেম্বর রাতে ওই স্কুলছাত্রীকে আলাউদ্দিন ও তার তিন সহযোগী অপহরণ করে বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দশমিনা পুলিশ বেতাগী সানকিপুর ইউনিয়নের মীর মর্দন এলাকার মনির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণে জড়িত তারেক আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার আসামি তারেক আলাউদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তারেকের অন্যান্য সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক