ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
মোঃ পারভেজ মল্লিক : ভাঙ্গাচোরা রান্তাঘাট-খাল-ড্রেন ও খাল সংস্কার, রিক্সা-ইজিবাইক ও হকার উচ্ছেদ বন্ধ, বকেয়া ফি মওকুফ করে রিক্সাশ্রমিকদের লাইসেন্স নবায়নের সুযোগ করে দেওয়ার তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি।
মঙ্গলবার বেলা ১১টায় নগরের ফকিরবাড়ী রোডের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদের জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
তিনি বলেন, বরিশালের ৫৮ কিলোমিটারের রাস্তা ৯০ শতাংশই চলাচলের অনুপযোগী। খানা-খন্দে পরিপূর্ণ রাস্তা দিয়ে চলতে গিয়ে জনগনের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ তায় রাস্তাগুলি নদীতে পরিণত হচ্ছে।
তিনি আরও বলেন, নগরীর ২২টি খালের অধিকাংশই মৃত তা পুনরুদ্বারে গত ২ বছরে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। বরিশাল সিটি কর্পোরেশন হেডিং টেক্স উচ্চ হলেও নাগরিক অধিকার এর নিচ্শয়তা দেবার বেলায় তৎপরতা প্রায় অদৃশ্য। বৈষ্ণিক করোনা দুর্যোগের সময় বিসিসি থেকে রিক্সার লাইসেন্স নবায়ন করার জন্য তাগাদা দেওয়া হচ্ছে অন্যথায় রিক্সা উচ্ছেদের হুমকি দেয়া হচ্ছে যা অমানবিক বটে।
দাবি আদায়ে ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ধারাবাহিক ভাবে ৬ টি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দাবি মানা না হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন প্রমুখ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক