ঢাকা ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২
চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন উপজেলার আহম্মদপুরের ফরিদাবাদ ৪নং ওয়ার্ডে তরমুজ খেতে পানি দেয়া কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই জন আহত হয়েছে।
আহত দুজনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যপারে রবিবার দুলারহাট থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তরমুজ খেতে পানি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ নুরুল আমীন কাহলীর ছেলে মোশারেফ, শরীফ ও হারুন বেপারীর ছেলে নোমান শাহাজন ও কামালের উপর লাঠি-সোটা দিয়ে হামলা চালিয়ে আহত করেছে। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। শাহজল বাদী হয়ে দুলারহাট থানায় অভিযোগ দায়ের করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক