তজুমদ্দিনে ভাইস চেয়ারম্যানের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

তজুমদ্দিনে ভাইস চেয়ারম্যানের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
নিউজটি শেয়ার করুন

বরিশাল : ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) ফাতেমা বেগম সাজুর মেয়ে সাদিকুন নাহার ঝরার (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ভাইস চেয়ারম্যানের উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ঝরা এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) রাতে ঝরা তার নিজের রুমে ঘুমাতে যায়। সকালে তার রুমের দরজা বন্ধ থাকায় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু পুলিশে খবর দেন।

 

তজুমদ্দিন থানা পুলিশের ওসি মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ