ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি:: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন শাখার আয়োজনে অর্থব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল,সংখ্যানুপাতিক নির্বাচন ( PR) প্রবর্তন, চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে,জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে দলীয় থানা কার্যালয় সংলগ্ন মাদ্রাসা মাঠে থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন শাখার দলীয় কার্যালয় অফিস সংলগ্ন মাদ্রাসা মাঠে উক্ত থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ আজ ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে অযোগ্য সরকার। আজ তারা মানুষের টাকাকে পুঁজি করে বিদেশে পাচার করছে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণ দাড়িয়েছে ৯৫ হাজার ১৯ টাকা । বর্তমান সরকার উন্নয়নের নাম করে মানুষের উপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। বর্তমান সরকার সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে দিয়েছে।
উক্ত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা মোঃ আবু ইউসুফ সাহেব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি তজুমদ্দিন উপজেলার সভাপতি মাওলানা আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মামুনুর রশিদ, সহ-সভাপতি আব্দুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন শাখার সভাপতি জাফর ফরাজী সাহেব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম, তথ্য গবেষণা ও সম্প্রচার সম্পাদক এইচ এম হাছনাইন, সাধারণ সম্পাদক রাসেলসহ বিভিন্ন উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যোগ
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক