ঢাকা ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দুর্নীতি, ভোট চুরি ও হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। আমাদের শক্তি জনগণ। বিএনপি নির্বাচন বর্জনের নাম নৈরাজ্য করলে প্রতিহত করা হবে। প্রতিরোধ করা হবে। তাদের ২৭ দফা, এক দফা ১ দাবি ভুয়া। বিএনপি ভুয়া।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, মান-সম্মান রাখতে চাইলে আন্দোলন না করে নির্বাচনের প্রস্তুতি নিন। আপনারা কোন মুখে ভোট চান? মানুষের জন্য কি করেছেন? আপনাদের জনগণ ভোট দেবে না।
ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন এলো। এখনো যায়নি। আমেরিকানরা এলো। তাদের আনন্দ এখন আর নেই। আমেরিকা বলে গিয়েছে তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই। বিএনপি বলছে শেখ হাসিনা ছাড়া নির্বাচন।
কিন্তু আমেরিকা বলে গিয়েছে, কাউকে ছাড়া নির্বাচন নয়। সংবিধান অনুযায়ী নির্বাচন। তাদের আশা পূরণ হয়নি। এখন শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই তাদের জ্বালা। পদ্মা সেতু, মেট্রোরেল কে করেছে? শেখ হাসিনা। এটাই তাদের জ্বালা। এখন পদযাত্রা করতে গিয়ে হামলা করে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি এখৃন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমরা শান্তি চাই। শান্তি যতো থাকবে, ভোট ততো বাড়বে।
সেতুমন্ত্রী বলেন, অক্টোবরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন। এর আগে একসঙ্গে শত সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলারা এখন বিচারপতি, ডিসি, এসপি, সচিব সব খানেই তাদের বিচরণ।
আগে ছিল না। তাদের সম্মান শেখ হাসিনা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র তিন ঘণ্টা ঘুমান। কার জন্য? মানুষের ভাগ্য উন্নয়নে জন্য। তিনি মানুষের কষ্টকে নিজের মনে করেন। কে? শেখ হাসিনা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র আরো হবে। বাংলাদেশের মানুষ আর অন্ধকারে যাবে না। আজকে আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ তৈরি হয়েছে। আবার শেখ হাসিনা ক্ষমতায় আসবেন। বাংলাদেশ এগিয়ে যাবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক