ঢাকা ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়নি এইচএসসি সমমানের ফলাফল তৈরীর চুড়ান্ত নীতিমালা। যার কারণে চলতি ডিসেম্বরে এই পরীক্ষার ফলাফল প্রকাশের কোনো সমাভবনা আর নেই। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে জানুয়ারির মাঝামাঝিতে পাওয়া যেতে পারে ফলাফল।
বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করা এস এম আমিরুল ইসলাম বলেন, যদি মন্ত্রণালয় থেকে ফলাফল তৈরির নীতিমালা অনুমোদন করে তাহলে পরবর্তী এক সপ্তাহের মাঝেই ফলাফল তৈরীর সকল কাজ শেষ করা যাবে। আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে করোনার কারণে এই পরীক্ষা বাতিল করা হয়। সব পরীক্ষার্থীকে দেওয়া হয় অটোপাশের ঘোষণা। শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেওয়ার পাশাপাশি ডিসেম্বরের মাঝে ফল প্রকাশের কথাও জানান।
তবে এখন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি করোনায় আক্রান্ত হওয়ার কারণে এইচএসসি পরীক্ষার ফলাফল পিছিয়ে যাচ্ছে। তিনি অসুস্থ বলে টেকনিক্যাল কমিটির প্রস্তাবিত গাইডলাইন অনুমোদন দিতে পারেননি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক