ডাকসুর ভিপি নুর গ্রেফতার

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ধর্ষণের অভিযোগে এক মামলা হওয়ার পর তার প্রতিবাদে সোমবার রাতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সমাবেশটি শাহবাগ থেকে মৎস্য ভবনের সামনে আসলে নুরকে গ্রেপ্তার করা হয়।

 

বিক্ষোভ মিছিল থেকে ভিপি নুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামীন মোল্লা।

 

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লালবাগ থানায় ওই ঢাবি শিক্ষার্থী নুরসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে।

 

একই সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরের বিরুদ্ধে আনা হয়েছে ধর্ষণের সহায়তাকারীর অভিযোগ। এছাড়া অভিযুক্ত অন্য চারজন হলেন- নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ