ঢাকা ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
ঢাকা: সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন দেওয়ার দাবিতে রাজধানীর কারওরান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সৌদি গমনেচ্ছু কর্মীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টা থেকে হোটেল সোনারগাঁওয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রবাসীরা।
সড়ক অবরোধের ফলে কারওরান বাজার ও বাংলামোটরের উভয় পাশে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে।
সড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছে প্রবাসীরা। তারা দ্রুত টোকেন দেওয়ার জন্য সৌদি এয়ারলাইন্সের প্রতি দাবি জানান।
চাঁদপুরের শাহ আলম জানান, তিনি গত ৩ এপ্রিলের রিটার্ন টিকিট কেটে আসেন। কিন্তু এখনও টোকেন পাননি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক