টেকনাফে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে নারী নিহত, শিশু নিখোঁজ

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং ট্রলারের সংর্ঘষে রশিদা বেগম নামে স্পিডবোটের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন স্পিডের আরও ছয় জন যাত্রী।

এ ঘটনায় এখনো এক শিশু নিখোঁজ রয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার বিজিবি ক্যাম্প সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে। রশিদা সেন্টমার্টিন পশ্চিমপাড়ার বাড়ু মিয়ার স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ পৌরসভার কায়ুকখালীপাড়া ঘাট থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট বিজিবি ক্যাম্প সংলগ্ন সাগরে ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় রশিদা, মেহেরুন নেছা, মো. আমিন, মামুন, জাহেরা বেগম, সোহেল, মমতাজ বেগমকে জীবিত উদ্ধার করা হলেও সুমাইয়া নামে এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। পরে মুমূর্ষু অবস্থায় রশিদাকে টেকনাফ মেরিন সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাত পৌনে ৮টার দিকে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, উদ্ধার তৎপরতা চলছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ