ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩
ঝালকাঠিতে নাশকতার মামলায় জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এনাম সিকদার (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এনাম ঝালকাঠি সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ও রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের মো. নজির সিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম।
এনামের বাবা মো. নজির সিকদার বলেন, আমার ছেলে ঝালকাঠি কলেজে ইসলামের ইতিহাসের অনার্স ৩য় বর্ষের ছাত্র। সে বাড়িতে থাকে না ঝালকাঠি থাকে ওখানে বসে পড়ালেখা করে। কোনো রাজনৈতিক দল করতো বলে আমার জানা নেই। পুলিশ কি কারণে তাকে আটক করছে তিনি তা জানেন না।
শুক্তাগড় ইউনিয়ান চেয়ারম্যান বিউটি সিকদার জানান, ৩নং ওয়ার্ডের কেওতা গ্রামের এনাম সিকদারকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম জানান, নাশকতার মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাশকতার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেন তিনি জানান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক