ঝালকাঠিতে ৯০ বছরের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

ঝালকাঠিতে ৯০ বছরের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে বাড়ির পাশের রেইন্ট্রি গাছ থেকে সুধীর গড়ামী (৯০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

 

এর আগে রোববার রাতে তার লাশ উদ্ধার করে থানায় রাখা হয়। এ ঘটনায় রাজাপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

সুধীরের ছেলে সুভাষ গড়ামীর বরাত দিয়ে পুলিশ জানায়, বয়স বেড়ে যাওয়ায় কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। ঘটনার দিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে নিজবাড়ির রেইন্ট্রি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ খবর দেয়।

 

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম সোমবার দুপুরে জানান, এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ