ঝালকাঠিতে ২ জেলের কারাদণ্ড

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

ঝালকাঠিতে ২ জেলের কারাদণ্ড
নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল এ কারাদণ্ডের আদেশ দেন।

 

 

সাজাপ্রাপ্ত দুই জেলে হলেন— উত্তর কিস্তাকাঠি এলাকার মৃত সিরাজউদ্দীন হাওলাদারের ছেলে মো. ফারুক হাওলাদার (৫০) ও একই এলাকার মৃত গণি হাওলাদারের ছেলে মো. আসিফ হাওলাদার (২২)।

 

 

 

ইউএনও অনুজা মন্ডল বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

 

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত আছে। এ নিয়ে জেলায় ১৬ জনকে ১ বছর ও ২ জনকে ১০ দিন করে মোট ১৮ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ