ঝালকাঠিতে হাঁস বীজ খাওয়ায় ভাইয়ের রগ কাটল ভাই

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৩

ঝালকাঠিতে হাঁস বীজ খাওয়ায় ভাইয়ের রগ কাটল ভাই
নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠির রাজাপুরে হাঁসকে খাওয়ানোকে কেন্দ্র করে বড় ভাই মো. মজিবুর হাওলাদারের (৬০) কান ও পায়ের রগ কাটলেন তারই আপন ছোট ভাই হাবিব হাওলাদার। সোমবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

আহত মো. মজিবুর হাওলাদার রাজাপুর সদর উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত পবন আলী হাওলাদার। রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে কবরস্থানের কাছে জমিতে হাঁস বীজ খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই মজিবর হাওলাদারকে ছোট ভাই হাবিব হাওলাদার দেশীয় ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে এতে তার মাথার বাম পাশের কান পুরোটা কেটে যায় এবং ডান পায়ের হাটুর নিচে রগ কেটে যায়।

 

 

পরে তাকে পরিবার এবং স্থানীয় লোকজন মিলে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।

 

 

ওসি পুলক চন্দ্র রায় জানান, এঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ