ঢাকা ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেলে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মোস্তফা হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার গাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
মোস্তফা হাওলাদার ওই মোটরসাইকেলর চালক ছিলেন। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। পিরোজপুরের মঠবাড়ি উপজেলার হোসেন আলী হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, মঠবাড়ি থেকে যাত্রী নিয়ে স্বরূপকাঠির উদ্দেশ্যে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক মোস্তফা। পথে রাজাপুর উপজেলার গাজিবাড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চালক মোস্তফা ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চালক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ইজিবাইক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক