ঢাকা ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ঝালকাঠিতে রুনা খানম (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক আতিকুর রহমান (৪০) নামে ওই ব্যাক্তিকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত স্কুল শিক্ষিকাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পরে সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত নারী ঝালকাঠি পৌর এলাকার শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত আছেন। আতিকুর রহমান তাঁর দ্বিতীয় স্বামী।
বিদ্যালয়ের সহকর্মীরা জানায়, ২০২১ সালের ১৮ জুলাই তাঁদের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে পরের বছর ১৫ জুন বিবাহ বিচ্ছেদ হয়। আতিকুর রহমান শহরের রোনাল্ডস রোডে শিশুসর্গ নামের একটি আর্ট স্কুল পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে শহরের রোনাল্ডস রোডের বাসা থেকে শীতলা খোলা শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে রিকশাযোগে যাওয়ার পথে সাধনার মোড়ে শিক্ষিকার পথ রোধ করে আতিক।
পরে শিক্ষিকাকে অতর্কিত পেটে ও বুকের ৮টি স্থানে ছুড়ি চালায় আতিকুর রহমান। রক্তাক্ত জখম হয়ে শিক্ষিকা রুনা মাটিতে লুটিয়ে পরে। ঘটনার সময় ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত হোসেন রক্তমাখা ছুড়িসহ আতিকুর রহমানকে আটক করে।
এ সময় আতিকুর রহমান বলেন, আমি হত্যার উদ্দেশ্য রুনাকে কুপিয়েছি। আমার শাস্তি যা হয় আমি মেনে নিবো। এর পরেই সদর থানা পুলিশের একটি ভ্রাম্যমাণ দল ঘটনাস্থল থেকে আতিককে থানায় নিয়ে যায়।
হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদী হাসান বলেন, রোগীর পেট ও স্তনসহ শরীরের ৮টি স্থানে জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর রক্তচাপ নিচে নেমে গেছে।
তাই তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বলেন, আহত শিক্ষিকার সাবেক স্বামী আতিক প্রায়ই উত্ত্যক্ত করতো। এ ঘটনায় তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. নাসির উদ্দিন সরকার বলেন, ঘাতক আতিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক