ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
ঝালকাঠিতে সরকারি পরিত্যক্ত একটি ভবন থেকে জানালার গ্রিল নেওয়ার সময় শাওন হাওলাদার (৩৪) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (১৬ অক্টোবর) রাত ১০ টার দিকে শহরের এবাদুল্লাহ মসজিদ সংলগ্ন এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটক জুয়েল হাওলাদার কাঠপট্টি এলাকার ইশকন হাওলাদারের ছেলে। বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারি পরিত্যক্ত একটি ভবনের জানালার গ্রিল নেওয়ার সময় ওই যুবককে স্থানীয়রা আটক করে থানা পুলিশকে খবর দেয়।
পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এবিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক