ঝালকাঠিতে লেগুনায় আগুন

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

ঝালকাঠিতে লেগুনায় আগুন
নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়কে একটি লেগুনাতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনায় লেগুনাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

 

 

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কলেজ রোড এলাকায় সমাজসেবা অফিসের সামনে এই ঘটনা ঘটে।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার।

 

 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের কলেজ রোড সমাজসেবা কার্যালয়ের সামনে সড়কে লেগুনাটি পার্কিং করা অবস্থায় ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা লেগুনাটিতে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে লেগুনা গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

 

 

ওসি নাসির উদ্দীন সরকার বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি লেগুনা পুড়ে গেছে। এ ঘটনায় আমাদের অনুসন্ধান চলছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ