ঝালকাঠিতে লাশকাটা ঘরে চুরি!

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

ঝালকাঠিতে লাশকাটা ঘরে চুরি!
নিউজটি শেয়ার করুন

 

লাশকাটা ঘর শুনলেই গা ছমছম করে সবারই। ভয়ে সাধারণ মানুষ আশপাশেও যেখানে যায় না, সেই লাশকাটা ঘরেই যদি চুরির ঘটনা ঘটে, তবে তা সবাইকে অবাক করবে নিঃসন্দেহে। তবে এমন অবাক করা ঘটনাই ঘটেছে ঝালকাঠিতে।

 

ঝালকাঠি সদর হাসপাতালের লাশকাটা ঘরটি শহরতলীর ব্রাকমোড় এলাকায় অবস্থিত। সেখান থেকেই মর্গের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি ধরা পড়ে।

 

লাশকাটা ঘরের দায়িত্বরত পলক ডোম সময় নিউজকে জানান, দেড়মাস পর শুক্রবার লাশকাটা ঘরে যান তিনি। সকালে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘরে আনা হয়। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুড়ি ও কুড়ালসহ সব সরঞ্জামই চোর চুরি করে নিয়ে গেছে চোর।

 

এ ব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুয়াল হাসান বলেন, লাশকাটা ঘরে চুরির ঘটনা বিস্ময়কর। এখানে ভয়েও সাধারণ মানুষ ঢোকেন না। সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক।

 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে একটি মরদেহ আনা হয়েছে। সরঞ্জাম চুরি হওয়ায় ময়নাতদন্তের কাজ করতেও খেতে হচ্ছে হিমশিম।

 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুয়াল হাসান।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ