ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৩
ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এরা হলেন-কাঠালিয়া উপজেলার মরিবুনিয়া পল্লি বিদ্যুৎ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান (৪২) ও লাইনম্যান মনির হোসেন (৩৫)।
বুধবার (০২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ামতপুরা মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সেসময় তারা উপজেলা নেয়ামতপুরা গ্রামে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে আমুয়া হাসপাতালে নেয়ার পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
মিজানুর রহমান মরিচবুনিয়া পল্লি বিদুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ও মনির একই কেন্দ্রের বিদ্যুতের লাইনম্যান।
নিয়ামতপুরা মোল্লা বাড়িতে কাজ যাচ্ছিলেন মিজানুর রহমান ও মনির। পথে ছিঁড়ে রাস্তায় পড়ে থাকার বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে আহত হন তারা। আহত অবস্থায় আমুয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রিমা রানী সরকার তাদের মৃত ঘোষণা করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক