ঢাকা ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩
ঝালকাঠির রাজাপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) সাড়ে ১০টার দিকে উপজেলার বাগড়িবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— মাহিন্দ্রা চালক আল-আমীন (২৬), শফিকুল ইসলাম (১৮) মুনসুর আলী শরিফ (৬২), জুলফিকার হাওলাদার (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাগড়ি বাজারে প্রাইভেটকারের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় মাহিন্দ্রার চালকসহ চারজন গুরুতর আহত হন।
ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক