ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরী ধ’র্ষণ, দুই কিশোর আটক

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩

ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরী ধ’র্ষণ, দুই কিশোর আটক
নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠির রাজাপুরে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধষর্ণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। খবর পেয়ে ঝালকাঠি পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

 

আটক দুই কিশোর হলো— উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকার মো. হানিফ হাওলাদারের ছেলে মো. সোলায়মান হাওলাদার ও মো. হাফিজ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার।

 

 

ভুক্তভোগী ওই কিশোরীর বাবা জানায়, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় অভিযুক্ত ওই দুই কিশোর দেশীয় অস্ত্র চাকুর মুখে জিম্মি করে পথ থেকে তুলে নিয়ে চল্লিশকাহনিয়া লঞ্চঘাট এলাকায় একটি কলাবানের মধ্যে নিয়ে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে। পরে ঘটনাটি কিশোরী তার পরিবারকে জানালে তারা জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।

 

 

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, দুই কিশোরকে আটক করা হয়েছে। তবে এখনও ঘটনাস্থলে বিষয়টি তদন্ত চলছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ