ঢাকা ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩
ঝালকাঠি সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়ে ৫ জন জাহাজ শ্রমিক দগ্ধ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৪ জন।
শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে শহরের পৌর সভার খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)।
জানা যায়, গুরুতর দগ্ধ ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিমে) পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপোতে তেল খালাস করার জন্য পেট্রোল ও ডিজেল ভর্তি করে আনে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় নদীর অপর পাড়ে হঠাৎ বিকট বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লাগে। ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের ৫টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিদুল ইসলাম বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক