ঢাকা ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২২
ঝালকাঠির নলছিটি পৌরসভার ৯ নং ওয়ার্ড এর অনুরাগ গ্রামের মো. সেলিম হাওলাদার নামের এক ব্যক্তির ছাগল রাতের আঁধারে চুরি করে পিকনিক করার অভিযোগ উঠেছে একই গ্রামের কতিপয় যুবকের বিরুদ্ধে।
ছাগলের মালিক সেলিম বলেন, রাতে এলাকার কিছু বখাটে যুবক পিকনিক খেয়েছে। ওরাই আমার ছাগল চুরি করে পিকনিক খেয়েছে।
এঘটনায় সেলিম হাওলাদার বাদি হয়ে তিন যুবককে অভিযুক্ত করে শনিবার নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে নলছিটি থানার অফিচার্জ ইনচার্জ মো. আতাউর রহমান জানান, ছাগল চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
থানায় অভিযোগের খবর পেয়ে ওই তিন যুবকের পরিবারের লোকজন সেলিম হাওলাদারকে ছাগলের দাম দিয়ে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক