ঢাকা ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩
ঝালকাঠির নলছিটিতে আন্তঃজেলার গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার(১৫ সেপ্টেম্বর)রাতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা থেকে চোরাই গরু ও চোরাই কাজের একটি পিকআপ গাড়ী সহ তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান।
গ্রেফতাররা হলেন, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের শের আলী হাওলাদারের ছেলে ঝন্টু হাওলাদার (৩৮) ও বরিশাল কালিজিরা এলাকার কাদের জোমাদ্দারের ছেলে মোঃ আশিকুর রহমান (২৮)।
পুলিশ জানায়, গত শুক্রবার উপজেলার রায়াপুর এলাকার শামিম হাওলাদারের গোয়াল ঘরে তার দুইটি গরু দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে গাভী গরুটি পায় কিন্তু বাছুর টি না পেয়ে একটি মামলা দায়ের করেন। পরে শুক্রবার রাতে পটুয়াখালী জেলার দুমকী থানা পুলিশের সহায়তায় চোরাই গরু ও একটি পিক আপ সহ তাদের গ্রেফতার করা হয়।
নলছিটি থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।চক্রের অন্য সদস্যদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক