ঝালকাঠিতে ইয়াবাসহ কলেজ শিক্ষক আটক

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

ঝালকাঠিতে ইয়াবাসহ কলেজ শিক্ষক আটক
নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ কলেজশিক্ষক মাহফুজুর রহমান মাহফুজকে আটক করেছে ঝালকাঠি জেলা (ডিএনসি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম।

 

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের হরিমন্দির রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহফুজ ওই এলাকার মৃত মমতাজ উদ্দিন আহম্মদের পুত্র ও আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

 

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম গোপন সংবাদে মাহফুজের বাসা ঘেরাও করে। তাদের উপস্থিতি টের পেয়ে মাহফুজ পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। এ সময় মাহফুজকে তল্লাশি করে তার কাছ থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়।

 

পরে মাহফুজকে ডিএনসির কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিকাল ৩টায় রাজাপুর থানায় সোপর্দ করে।

 

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ