জিন নিয়ে গবেষণা, ২ নারীর নোবেল জয়

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

জিন নিয়ে গবেষণা, ২ নারীর নোবেল জয়
নিউজটি শেয়ার করুন

 

চলতি বছর রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দুই জন নারী বিজ্ঞানী। জিন গবেষণায় নতুন প্রক্রিয়া উন্নয়নের জন্য যৌথভাবে তাদেরকে এই নোবেল পুরুস্কার দেয়া হয়। ৭ অক্টোবর, বুধবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এই নোবেলজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

 

রসায়নে নোবেলজয়ীদের নাম হলো – ফ্রান্সের এমানুয়েল চারপেনটায়ার ও যুক্তরাষ্ট্রের জেনিফার এ দোনা।

 

এ বিষয়ে র‌য়্যাল ‍সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানায়, জিন সম্পাদনার ক্ষেত্রে নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য তাদেরকে যৌথভাবে ২০২০ সালের রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। তারা যৌথভাবে জিন সম্পাদনার জন্য সবচেয়ে কার্যকরী প্রযুক্তিটি তৈরি করেছেন। তাদের উদ্ভাবিত এই প্রযুক্তির নাম সিআরআইএসপিআরস বা ক্যাস৯ জেনেটিক ছুরি।

 

সংস্থাটি আরো জানায়, এটি ব্যবহার করে খুব সহজেই প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে পারেন গবেষকরা। এই প্রযুক্তিটি মানব জীবন ও বিজ্ঞানে ওপর যুগান্তকারী প্রভাব ফেলেছে। এটি অবদান রাখছে নতুন ক্যান্সার থেরাপিতে। এছাড়াও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোগ নিরাময়ের স্বপ্নকে সত্য করতে পারে এই ‍প্রযুক্তি।

 

এদিকে এ সপ্তাহের বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে বলেও জানা গেছে।

 

এর আগে ৬ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তিনজনকে নোবেল পুরস্কার দেয়া হয়। তারা হলেন— রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং আন্দ্রে ঘেজ। এর মধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ