ঢাকা ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
আর্ন্তজাতিক ডেস্ক : করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে ভিন্ন এক আবহে প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি করবে জাতিসংঘ। আগামীকাল সোমবার ‘বহুত্ববাদ বিকল্প নয়, জরুরি’ প্রতিপাদ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে সংস্থাটির সদর দফতরে ৭৫ বছর পূর্তি উদযাপন করা হবে। খবর এএফপির।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো সমস্যা সমাধানে সব দেশকে এক টেবিলে বসাতেই জাতিসংঘের জন্ম। তবে করোনা পরিস্থিতিতে বিশ্ব নেতাদের মধ্যে ঐক্যের পরিবর্তে অনৈক্য তৈরি করেছে, যা করোনা মহামারি মোকাবিলায় কষ্টসাধ্য করে তুলেছে।
প্রতিবছরই সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে সংস্থাটির সদর দফতরে মিলিত হয়েছেন বিশ্ব নেতারা। তবে এবার জাতিসংঘের দফতরে চিরচেনা ব্যস্ততা দেখা যাবে না।
এবার জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের পক্ষে মাত্র একজন করে প্রতিনিধি এবারের সম্মেলনে সশরীরে অংশ নেবেন। সে ক্ষেত্রে তাদের আগে থেকেই যুক্তরাষ্ট্রে থাকতে হবে। মঙ্গলবার অধিবেশনের প্রথম দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য দেয়ার কথা রয়েছে।
১৯৪৫ সালের ২৪ অক্টোবর মোট ৫১টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত হয় জাতিসংঘ। এর প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিলো আন্তর্জাতিক অঙ্গনে সবার নিরাপত্তা, আইন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকারসহ অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা প্রদানের পরিবেশ সৃষ্টি করা। তবে বৈশ্বিক নানা যুদ্ধ-সংঘাতসহ নানা ইস্যু মোকাবিলায় সাফল্যের পাশাপাশি বিতর্কেরও কম সৃষ্টি করেনি জাতিসংঘ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক