ছোট ভাইয়ের আঙুলে রক্ত দেখে বড় ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

ছোট ভাইয়ের আঙুলে রক্ত দেখে বড় ভাইয়ের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ছোট ভাইয়ের হাতের আঙুল কেটে রক্ত বের হওয়া দেখে বড় ভাই ফাইজুল হাওলাদার (১৬) নামের একজনের হার্ট অ্যাটাকে মৃত্যুর হয়েছে।

 

রবিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ফাইজুল ভবানীপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। এ বছর স্থানীয় ভবানীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

 

নিহতের পরিবার আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে বার্তা বাজারকে জানায়, রবিবার দুপুরে বাড়িতে একটি নারিকেল কাটার সময় দায়ের কোপে হাতের একটি আঙুল কেটে যায় ফাইজুলের ছোট ভাই আজিজুলের। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত পার্শ্ববর্তী ঘোষেরহাটে নিয়ে যান চিকিৎসার জন্য।

 

এ সময় ফাইজুলও সাথে ছিল। ছোট ভাইয়ের কাটা স্থানে সেলাই করার সময় অতিরিক্ত রক্ত বের হয়। আর সে রক্ত দেখেই সেখানকার পল্লী চিকিৎসক শংকর কুমার ঘোষের ফার্মেসিতে অজ্ঞান হয়ে পড়ে যায় ফাইজুল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ